ফিন্যান্স বিষয়ে গ্র্যাজুয়েশন অনেক সুযোগের পথ খুলে দেয়। এর মধ্যে কিছু প্রফেশন আছে, ফিন্যান্স ডিগ্রির নাম শুনলেই যেগুলোর কথা মাথায় আসে। আবার কিছু আছে একটু ভিন্নধর্মী। আজ এই ২০টি ক্যারিয়ারের তালিকায় দুই ধরনের ক্যারিয়ারের কথাই উঠে আসবে।
১। ফিন্যান্সিয়াল প্ল্যানার
ফিন্যান্সিয়াল প্ল্যানারদের কাজ তাঁদের ক্লায়েন্টদের ফিন্যান্সের জন্য একটি পরিকল্পনা তৈরি করা। সেই ক্লায়েন্ট হতে পারেন একজন ব্যক্তি, একটি পরিবার, এমনকি একটি ব্যবসায়িক সংস্থা।
ফিন্যান্সিয়াল প্ল্যানার হিসেবে আপনার দায়িত্ব হবে ক্লায়েন্টের আর্থিক অবস্থা যাচাই করে তাঁকে পরামর্শ দেওয়ার মাধ্যমে তাঁর অর্থ-সংক্রান্ত লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করা।
২। কন্সট্রাকশন প্রজেক্টের ম্যানেজার
এবার আসা যাক এমন একটি প্রফেশনে, যেখানে ফিন্যান্সের জ্ঞানের পাশাপাশি কন্সট্রাকশন এবং বিল্ডিং নিয়েও আগ্রহ থাকা চাই। একজন কন্সট্রাকশন প্রজেক্ট ম্যানেজার প্রজেক্টের আর্থিক দিকগুলোতে নজর রাখেন এবং বাজেট তৈরি করেন।
তবে কন্সট্রাকশন প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনার কাজ শুধু হিসাব-নিকাশ আর বাজেট তৈরিতেই শেষ হবে না, আপনার কাজের মধ্যে আরও থাকবে শিডিউল ও প্রগ্রেস রিপোর্ট তৈরি করা এবং প্রজেক্টে কাজ করার জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা।
৩। Auditor বা নিরীক্ষক
কোনো ব্যবসায়িক সংস্থার আর্থিক উন্নতির পেছনে অডিটরের ভূমিকা অনেক। তবে অডিটররা শুধু ব্যবসায়িক সংস্থার সদস্য হিসেবেই কাজ করেন না। ফ্রিল্যান্সার অথবা সরকারের কোনো অঙ্গসংস্থার অংশ হিসেবে অডিটররা কাজ করে থাকেন।
অডিটর হিসেবে আপনার মূল কাজ হবে ক্লায়েন্টের জন্য বিভিন্ন আর্থিক হিসাব নিকাশ যাচাই করে তা নির্ভুল কিনা সেটা নিশ্চিত করা।
৪। বাজেট বিশ্লেষক
প্রজেক্টের বাজেট হিসাব করা থেকে শুরু করে সেই বাজেটকে আরও কার্যকরী করে তোলার পথে নিয়ে যাওয়াই একজন বাজেট বিশ্লেষকের প্রধান কাজ। একজন বাজেট বিশ্লেষক যে কোনো কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো ধরনের ব্যবসায় উন্নতি ধরে রাখতে চাইলে বাজেটের দিকে নজর দেওয়া খুবই জরুরি।
একজন বাজেট বিশ্লেষক হিসেবে আপনার দায়িত্ব হবে বাজেট প্রস্তাব মূল্যায়ণ করা, কোথায় কোথায় খরচ আরও কমানো যায় তা খুঁজে বের করা এবং ফান্ডিং-এর অনুরোধ নিরীক্ষা করা।
৫। ফিন্যান্স বিশ্লেষক
মার্কেট ট্রেন্ড বিশ্লেষণ ও বিনিয়োগের আর্থিক পরিস্থিতি যাচাই করার মাধ্যমে ফিন্যান্স বিশ্লেষকরা তাঁদের ক্লায়েন্টদের অর্থ বিনিয়োগের মাধ্যমে সর্বোচ্চ লাভ এনে দিতে সাহায্য করেন।
একজন ফিন্যান্স বিশ্লেষক হিসেবে আপনার কাজ হবে স্টক, বন্ড এবং অন্য সব ধরনের ইনভেস্টমেন্টের পারফরমেন্স বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী ক্লায়েন্টকে সঠিক জায়গায় বিনিয়োগের পরামর্শ দেওয়া।
৬। আইনজীবী
এবার আসা যাক ‘ভিন্নধর্মী’ ক্যারিয়ার অপশনগুলোর দিকে। ফিন্যান্স গ্র্যাজুয়েটদের মধ্যে আইন খুব জনপ্রিয় পেশা না, কিন্তু আইন নিয়ে আগ্রহ থাকলে ফিন্যান্সের জ্ঞানকে ব্যবহার করে আইনজীবী হিসেবে কাজ করা অসম্ভব নয়।
ফিন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন আইনজীবী হিসেবে আপনি ক্লায়েন্টদের দাবি ও ক্ষতিপূরণ হিসাব করতে এবং একই সাথে তা আদায় করতে সাহায্য করতে পারবেন।
৭। ক্রেডিট বিশ্লেষক
আপনার কি বিশ্লেষণাত্মক দক্ষতা বেশ ভালো? ক্রেডিট বিশ্লেষণ হতে পারে আপনার পার্ফেক্ট প্রফেশন!
এই পেশার চাকরিদাতারা মূলত ব্যাংক অথবা অন্যান্য ঋণ প্রদানকারী সংস্থা। একজন ক্রেডিট বিশ্লেষক হিসেবে আপনার দায়িত্ব হবে ব্যক্তি অথবা ব্যবসা সংস্থার আর্থিক ও ক্রেডিট সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা এবং তার ওপর ভিত্তি করে তাঁদেরকে ঋণ প্রদান করার ঝুঁকি নির্ধারণ করা।
৮। চার্টার্ড ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট
হিসাব নিকাশে পারদর্শী এবং কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন? এই পেশাটি হতে পারে আপনার জন্য উপযুক্ত।
অ্যাকাউন্টিং প্রফেশনালদের অনেক ধরনের স্পেশালাইজেশন আছে, যার মধ্যে একটি হলো চার্টার্ড ট্যাক্স অ্যাকাউন্ট্যান্ট। এই পেশায় আপনার দায়িত্ব হবে কোম্পানি অথবা করদাতা ব্যক্তির ফিন্যান্স ম্যানেজ করা।
৯। বীমা গণনাকারী
বীমা গণনাকারীরা সাধারণত ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে থাকেন। তাঁদের দায়িত্ব হচ্ছে কোম্পানি যাতে প্রতিটি ক্লায়েন্টের ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তা নিশ্চিত করা।
একজন বীমা গণনাকারী বা Actuary হিসেবে আপনার কাজ হবে গাড়ি দুর্ঘটনার সাথে জড়িত ঝুঁকি যাচাই করা এবং সে অনুযায়ী কোম্পানিকে পরামর্শ দেওয়া।
১০। স্টকব্রোকার
মিডিয়ার চোখে স্টকব্রোকাররা বেশ জনপ্রিয়, আর ফিন্যান্স ডিগ্রি ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন তাঁদের একজন। স্টকব্রোকাররা তাঁদের ক্লায়েন্টদের স্টক মার্কেট সম্পর্কে কার্যকারিতা ও বিচক্ষণতার সাথে পরামর্শ দিয়ে থাকেন। মানসিক চাপ সহ্য করতে সক্ষম এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এমন ব্যক্তিরা এই পেশার জন্য উপযুক্ত।
একজন স্ট্রকব্রোকার হিসেবে আপনার দায়িত্ব হবে ক্লায়েন্টের জন্য স্টক, বন্ড ও অন্যান্য পণ্য কেনা ও বিক্রি করা।
১১। ঋণ বিষয়ক কর্মকর্তা
যারা আর্থিক বিষয় নিয়ে সমালোচনা করতে সক্ষম, এই ক্যারিয়ারটি তাঁদের জন্য।
একজন ঋণ বিষয়ক কর্মকর্তা হিসেবে আপনার দায়িত্ব হবে ঋণপ্রার্থীর অ্যাকাউন্ট রেকর্ড, পূর্ববর্তী ঋণের কাগজপত্র, ক্রেডিট স্কোর – মোট কথা তাঁর সম্পূর্ণ আর্থিক পরিস্থিতি যাচাই করে তাঁকে ঋণ দেওয়া উচিত কিনা সেই সিদ্ধান্ত নেওয়া।
১২। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার
নতুন মানুষজনের সাথে পরিচিত হতে আর অনেক মানুষের মাঝে সময় কাটাতে ভালোবাসেন? এটা হতে পারে আপনার উপযুক্ত পেশা। ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজাররা সেই ব্রাঞ্চের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা সেদিকে নজর রাখেন।
একজন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আপনার দায়িত্ব হবে ফিন্যান্সিয়াল রিপোর্ট তৈরি করা, নতুন স্টাফ নিয়োগ ও ট্রেইনিং দেওয়া, ব্যাংকের কর্মকর্তাদের তদারকি করা এবং ক্লায়েন্টরা ভালো সার্ভিস পাচ্ছেন কিনা তা নিশ্চিত করা।
১৩। ব্যবসা উন্নয়ন (Business Development) ম্যানেজার
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারদের ফিন্যান্সের জ্ঞানের পাশাপাশি চাই চমৎকার কাস্টমার সার্ভিস দেওয়ার দক্ষতা।
এই পেশায় আপনার দায়িত্ব হবে কোম্পানির কর্মকর্তা ও ক্লায়েন্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা এবং ক্লায়েন্টদের সামনে কোম্পানির পলিসি ও মিশনকে যথাযথভাবে উপস্থাপন করা। এছাড়া কোনো প্রডাক্ট বা সার্ভিসের ব্যবহার সম্পর্কে নিজের টিমকে বোঝানোও হবে আপনার কাজ।
১৪। রিয়েল এস্টেট এজেন্ট
একজন রিয়েল এস্টেট এজেন্ট একদিকে যেমন অন্যদের জমি অথবা বাড়ি বিক্রি করে কমিশন পান, অন্যদিকে তেমনি রিয়েল এস্টেট ফি-এর পেছনে খরচ না করেও নিজের সম্পত্তি বিক্রি করতে পারেন।
রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে আপনার দায়িত্ব হবে জমি, বাড়ি – এমনকি বাসা ভাড়া দেওয়ার জন্য সম্ভাব্য ক্রেতাদের সাথে যোগাযোগ করা, তাঁদেরকে সম্পত্তিটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এবং তা বিক্রি করার চেষ্টা করা।
১৫। প্রফেসর
যে কোনো বিষয়ের গ্র্যাজুয়েটদের জন্য বাংলাদেশে এটি একটি জনপ্রিয় প্রফেশন।
একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা তাঁদের বিশদ জ্ঞানকে পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারেন এবং একই সাথে তাঁদের পছন্দের বিষয়বস্তুগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন।
প্রফেসর হিসেবে আপনার কাজের অংশ হবে অবশ্যই ক্লাসে শিক্ষার্থীদের লেকচার দেওয়া, তাদের পারফরমেন্সের দিকে খেয়াল রাখা, অনেক ক্ষেত্রে কোর্স ম্যাটেরিয়াল তৈরি করা এবং কোর্সের বিভিন্ন পর্যায়ে পরীক্ষা বা অন্যান্য মাধ্যম অবলম্বন করে শিক্ষার্থীদের গ্রেডিং করা।
১৬। ব্যক্তিগত আর্থিক পরামর্শদাতা
এই প্রফেশনে যে কাউকে তাঁর ফিন্যান্সের ভবিষ্যৎ অবস্থা নিয়ে সাহায্য করা সম্ভব।
একজন ফিন্যান্সিয়াল অ্যাডভাইসর হিসেবে আপনার দায়িত্ব হবে ক্লায়েন্টের আর্থিক অবস্থার রেকর্ড রাখা, ইনভেস্টমেন্টে সাহায্য করা এবং সর্বপরি ক্লায়েন্টের অর্থ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে তাঁদের সমস্যা সমাধানে সাহায্য করা।
১৭। ফিন্যান্স ডিরেক্টর
এই এক্সিকিউটিভ পজিশনটি যেমন চ্যালেঞ্জিং, তেমনি আছে এই প্রফেশনে আয়ের পরিমাণ।
একজন ফিন্যান্স ডিরেক্টর হিসেবে আপনার প্রধান দায়িত্ব হবে কোম্পানির লিডারদের সাথে পরামর্শের মাধ্যমে ফিন্যান্স নিয়ন্ত্রণ করা ও বাজেট তৈরি করা। পাশাপাশি আর্থিক রিপোর্ট তৈরি ও পরিকল্পনাও হবে আপনার কাজের অংশ।
১৮। রাজস্ব কর্মকর্তা
এটি মূলত একটি সরকারি চাকরি। সরকারের পক্ষ হয়ে ট্যাক্সের পরিমাণ ও সূক্ষ্মতা হিসাব করাই রাজস্ব কর্মকর্তাদের কাজ।
এই গুরুত্বপূর্ণ পদে আপনার দায়িত্বের মাঝে আরও থাকবে করদাতাদের সাথে যোগাযোগ করে বীমার হিসাব করা। এই কাজের জন্য প্রতিদিন যেমন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তেমনি অনেক সময়ই আসবে চাকরির প্রয়োজনে ভ্রমণের সুযোগ।
১৯। ইনভেস্টমেন্ট ব্যাংকার
এই পেশাধারীদের মূলত তিন ধরনের স্পেশালাইজেশন আছে – কর্পোরেট ফিন্যান্স (বিভিন্ন ব্যবসা সংস্থার সাথে কাজ করা), ঋণ মূলধন বাজার (কোম্পানির ঋণের পরিমাণ নিয়ে কাজ করা) এবং ইক্যুইটি মূলধন বাজার (মার্কেট রিসার্চ ও বিশ্লেষণের মাধ্যমে মূলধন সংগ্রহ করা)।
২০। ইন্স্যুরেন্স এজেন্ট
ইন্স্যুরেন্স কোম্পানিতে এজেন্ট হিসেবে কাজ করতে চাইলে আপনাকে পুরনো ক্লায়েন্টদের সাথে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি নতুন ক্লায়েন্ট ও লিডদের সাথে যোগাযোগ করতে হবে।
যার মাধ্যমে আপনি বিশাল সংখ্যক ক্লায়েন্টদের সেরা রেটে ইন্স্যুরেন্স নিতে সাহায্য করতে পারবেন। এবং প্রয়োজন অথবা আর্থিক সংকট মোকাবেলার প্রস্তুতিতে তাঁদের সহায়তা করতে পারবেন।
এই তালিকার প্রতিটি ক্যারিয়ারই হয়তো আপনার আগ্রহ ও বিশেষজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ না। তবে আশা করি এর মাঝে অন্তত দু’-একটি ক্যারিয়ার আছে, যা ফিন্যান্স ডিগ্রি নিয়ে আপনার ক্যারিয়ার প্ল্যান তৈরিতে সাহায্য করবে। এবং স্বপ্ন পুরোনের পথে আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।